মর্নিং বার্ড কিন্ডার গার্টেনে বিদায় অনুষ্ঠান 

প্রকাশিত: ৪:০৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৩ 447 views
শেয়ার করুন
২০২৩ সালে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া কোমলমতি শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায় অনুষ্ঠান করেছে মর্নিং বার্ড কিন্ডার গার্টেন। বৃহস্পতিবার বিকাল আড়াইটায় শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার সংগগ্ন এ কিন্ডার গার্টেনের একটি কক্ষে বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মর্নিং বার্ড কিন্ডার গার্ডেনের প্রতিষ্ঠাতা পরিচালক ও পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম লালন।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে আলোচনা সভা ও কেক কাটা হয়। এছাড়াও আরও নানান আনুষ্ঠানিকতায় দিনকে উদযাপন করেন শিক্ষার্থীরা।
বিদায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল রাবেয়া খাতুন, অভিভাবক আখলুছ আলীম, সাংবাদিক ইয়াকুব শাহরিয়ার, সহকারি শিক্ষক ইয়াছমিন আক্তার, মৌ দাশ, ফাহমিদা বেগম, রুহুল আমিন, ফারজানা আক্তার, শিমলা আক্তার, সুজিনা আক্তার, এনি আক্তার, জেসমিন আক্তার, ঝর্না মির্জা, ব্যবসায়ী বাছির তালুকদার, কবির উদ্দিন ফখর, আমির হোসেন, জাকির হোসাইন ও সাদিকুল ইসলাম প্রমুখ।